Dhaka, Wednesday | 5 November 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 5 November 2025 | English
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস
আজ ঢাকার আকাশ থাকবে মেঘলা
ডেঙ্গু কেড়ে নিল আরো ৪ প্রাণ
এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
শিরোনাম:

আজ ঢাকার আকাশ থাকবে মেঘলা

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৩ এএম  (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা হালকা বাতাস দিনের গরম কিছুটা কমিয়ে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।


সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।


আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং বৃহস্পতিবার (৬ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।


এদিকে, বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।


সতর্কবার্তায় বলা হয়েছে, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের কিছু স্থানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝