মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে অন্তত ২৬ জন আহত হয়েছেন। এর মধ্যে শিয়ালের কামড়ে ১৬ জন, কুকুরের কামড়ে ৪ জন এবং বিড়ালের কামড়ে ৬ জন আহত হন।
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও আশীদ্রোন ইউনিয়নের বিভিন্ন গ্রামে বুধবার বিকাল ৫টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। আহতদের সবাইকে শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও র্যাবিস প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, শিয়ালের কামড়ে আহতরা হলেন-নাজমা (৪০), লুবনা (১৬), আমেনা (৩০), নুরে আলম (১৩), মামুন মিয়া (২৫), রাহিদ মিয়া (১০), রনি কুর্মী (২১), রেহানা (২০), হুসাইন (১৩), সুমন মিয়া (২৩), আতিকুল (২১), নাইম (১৭), জলিল (৪০), মোমেন (৩৪), পিয়ারা বেগম (৬০) ও সাজনা বেগম (৪৫)।
এছাড়া কুকুরের কামড়ে আহতরা হলেন-বেলাল, নিতু আক্তার, রোজি ও হারুন। বিড়ালের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন-মোস্তফা, সাইফুল, সমজির ঘোষ, খোরশেদা, মনজু চৌহান ও সাগর।
স্থানীয়দের ধারণা, গ্রামীণ এলাকায় বনভূমি ও বসতির কাছাকাছি এলাকায় খাদ্যাভাব ও আশ্রয়ের সংকটের কারণে শিয়াল ও বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে।
এফপি/অ