Dhaka, Wednesday | 5 November 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 5 November 2025 | English
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস
আজ ঢাকার আকাশ থাকবে মেঘলা
ডেঙ্গু কেড়ে নিল আরো ৪ প্রাণ
এই নির্বাচন আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
শিরোনাম:

ইউসিটিসিতে একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম  (ভিজিটর : ১৫১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউসিটিসি'র উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান, প্রফেসর ড. হারুনুর রশিদ, ডীন, স্কুল অব বিজনেস; জনাব মোঃ আবু জাবেদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ; বরেণ্য শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক প্রফেসর ড. মোঃ কায়কোবাদ; জনাব তাহের হোসেন সেলিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ; প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, সাবেক উপ-উপাচার্য, চুয়েট; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বজলুর রহমান; জনাব মোঃ ইনজামুল হক, বিভাগীয় প্রধান, পাবলিক হেলথ বিভাগ; ড. শাকিল আহমদ, বিভাগীয় প্রধান, স্কুল অব বিজনেস; মোহাম্মদ মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ; ড. নুরুল আবছার, পরীক্ষা নিয়ন্ত্রক; জনাব সালাহউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার; এবং সিনিয়র এডমিন অফিসার জনাব মোঃ আকরামউদ্দৌলাহ।

সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমেদ।

সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী নিশ্চিতকরণসহ পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও অটাম ২০২৫ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল ইউসিটিসি সিন্ডিকেট কর্তৃক অনুমোদনের জন্য সুপারিশ গৃহীত হয়।

সভায় শিক্ষকদের গবেষণা কার্যক্রম, একাডেমিক মানোন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝