‘পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে/ বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে/ কুহু কুহু শোনা যায়, কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে…’ জনপ্রিয় এই বাংলা গান যেমন বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে দেয় চারদিকে, একইভাবে প্রতি বছর বসন্ত উৎসবের রংকে আরও রঙিন করে তুলতে আগামী ১৫ ফেব্রুয়ারি, মিরা আয়োজন করছে ‘মিরা-র আঙিনায় বসন্ত উৎসব ১৪৩১’— একটি বর্ণিল আয়োজন, যেখানে বসন্তের উচ্ছ্বাস ছড়িয়ে পড়বে চারপাশে!
দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড মিরা এবারের বসন্তকালীন বিশেষ কালেকশন নিয়ে এসছে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস দুটি একই দিনে। তাই সাজ ও পোশাক নির্বাচনে একটু দ্বিধায় পড়তে হয়। তবে পছন্দসই পোশাকই মিলবে মিরার আয়োজন থেকে। পোশাকে মোটিফ এবং ডিজাইনের ডিটেইলসে থাকবে উৎসবের আমেজ।
যা থাকছে এই উৎসবে—
ফ্যাশন শো - মিরার নতুন বসন্তকালীন সংগ্রহ উন্মোচন
সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান - লোকগান, কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্য
মেহেদি ও আলপনা কর্নার
ফটোবুথ - বসন্তের স্মৃতি ধরে রাখার বিশেষ ব্যবস্থা
বিশেষ বসন্ত কালেকশন ও ডিসকাউন্ট
মজাদার ফুড স্টল
তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫
সময়: বিকেল ৫টা–রাত ৯টা
স্থান: মিরা প্রাঙ্গন, ১৬৭/এ গ্রিন রোড, ৪র্থ তলা, ঢাকা-১২০৫
(google map: https://maps.app.goo.gl/pzutMZppCGdkeMUK7)
বসন্ত উৎসব ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একইরকম পোশাক পরতে পারেন অর্ডার করার মাধ্যমে, সে ক্ষেত্রে দামও হয়ে যাবে অনেক সুলভ। করপোরেট প্রোগ্রাম বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই মিরার এ বসন্ত উৎসবের পোশাক সবাইকে করবে আকর্ষণীয়। মিরার আউটলেটে পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের আয়োজন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন fb.com/mirabrandbd | mira.com.bd।
এফপি/এমআই