Dhaka, Friday | 7 November 2025
         
English Edition
   
Epaper | Friday | 7 November 2025 | English
এইচএসসির সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
সারাদেশে কোটি টাকার তোলাবাজিতে অতিষ্ঠ প্রাথমিক শিক্ষকরা
পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
আজকের বাজারে সোনার ভরি কত?
শিরোনাম:

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই: এম এ আজিজ

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:০২ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ৮:১৩ পিএম  (ভিজিটর : ৪৮৭)
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় গণসংযোগে সাংবাদিক নেতা এম এ আজিজ।

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় গণসংযোগে সাংবাদিক নেতা এম এ আজিজ।

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ক্ষমতায় আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাবনা-১ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক নেতা এম এ আজিজ।

শনিবার দুপুরে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার সেলন্দা, ধূলাউড়ি, রাউতি, ভুলবাড়িয়া, আতাইকুলাসহ বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি সমর্থক নেতাকর্মী ও স্থানীয়দের সাথে মতবিনিময় কালে এম এ আজিজ বলেন, বর্তমান বাংলাদেশে স্বৈরাচারের পতনের পর জামায়াতের ষড়যন্ত্রে দক্ষিণপন্থীদের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। তারা ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করতে চায়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায়। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা এদেশের মানুষ কখনোই সফল হতে দেবে না।

এম এ আজিজ আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার ইসলামী দলগুলোর বাংলাদেশী জাতীয়তাবাদের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ২৪ এর অভ্যুত্থানকে দাঁড় করাবার অপচেষ্টা থামাতে ব্যর্থ হয়েছে। তাদের কোন চেষ্টাও চোখে পড়ছেনা। বিএনপির নিশ্চিত বিজয় জেনে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। পাবনা ১ আসনের মানুষ বিএনপির নেতৃত্বে সকল ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত।

এর আগে এম এ আজিজের নিজ গ্রাম পাটগাড়ী থেকে সমর্থক নেতাকর্মীদের এক বিশাল শোভাযাত্রা বের হয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয়রা এম এ আজিজকে হাত নেড়ে স্বাগত জানান। পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এম এ আজিজকে পাবনা ১ আসনে সংসদ সদস্য পদে ধানের শীষের প্রার্থী করতে বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানান।

এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন ও মানবিক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক এম এ আজিজ। ক্ষমতায় গেলে পাবনা ১ আসনে কৃষিভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝