Dhaka, Sunday | 31 August 2025
         
English Edition
   
Epaper | Sunday | 31 August 2025 | English
লিটন-সাইফে হেসেখেলে জয় বাংলাদেশের
শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই: এম এ আজিজ
রামুর ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির সড়কে পর্যটক-স্থানীয়দের ভোগান্তি
শিরোনাম:

লিটন-সাইফে হেসেখেলে জয় বাংলাদেশের

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে কম রানে আটকাল বাংলাদেশ। এরপর লিটন দাসের ঝড়ো ব্যাটিং আর সাইফ হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় তুলে নিল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।

১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে লিটনের ব্যাট থেকে আসে ৫৪ রানের ইনিংস। তার ইনিংসের পাশাপাশি সাইফ হাসান ১৯ বলে ৩ ছক্কায় খেলেন দ্রুতগতির ৩৬ রানের ক্যামিও। ফলে ৩৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে দলীয় ৯২ রানে তানজিদের বিদায়ে ভাঙল দুজনের ৬৬ রানের জুটি। ২৪ বলে ২৯ রান করা তানজিদ বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলের বলে লং অনে ক্যাচ হয়েছেন ম্যাক্স ও’ডাউডের।

তানজিদ ফেরার পর ফিফটি পেয়েছেন লিটন দাস। ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা লিটনের ১৩তম হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির তালিকায় সাকিব আল হাসানকে ছুঁয়েছেন তিনি। ১২৯ ম্যাচে ১৩ হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। লিটনের সেটা করতে লেগেছে ১০৯ ম্যাচ। লিটনের পঞ্চাশে একশ পেরিয়েছে বাংলাদেশের স্কোর। ১১ ওভার শেষে ২ উইকেটে ১০২ রান বাংলাদেশের।

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে তেড়েফুড়েই শুরু করে বাংলাদেশ। আরিয়ান দত্তের প্রথম ওভারে ১৪ রান নিয়েছেন পারভেজ। পরের ওভারে তানজিদও মেরে খেলেন। কিন্তু তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ ইমন ফিরেছেন আরিয়ানের বলে বোল্ড হয়ে। ৯ বলে ১৫ রান তার। ২৬ রানে প্রথম উইকেট খোয়ায় বাংলাদেশ। ইমন ফিরলেও ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেন লিটন। আর তাতেই পাওয়ার প্লের ৬ ওভারে ৫৭ রান তুলে নেয় বাংলাদেশ।

৩১ বলে তানজিদের সঙ্গে দ্বিতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন লিটন। ৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৭। ২০ বলে এক ছয় ও পাঁচ চারে ৩৮ রাানে খেলছেন লিটন। ১৯ বলে এক চারে ওপেনার তানজিদ হাসানের রান ২২।

এর আগে ৪ উইকেট নিয়ে ডাচদের ধসিয়ে দিয়েছেন তাসকিন। তার পাশাপাশি ডাচ শিবিরে আঘাত হানেন সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমানও। ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট সাইফের। মুস্তাফিজ ১ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ১৯ রান। উইকেট না পেলেও অফ স্পিনার মেহেদী হাসান ৪ ওভারে দিয়েছেন ২১ রান। এতে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩৬ রানের পুঁজি পেয়েছে নেদারল্যান্ডস। ম্যাচ জিততে ১৩৭ রান করতে হবে বাংলাদেশকে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝