Dhaka, Monday | 8 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 December 2025 | English
স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আনসার সদস্যদের পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান মহাপরিচালকের
আজ ফের ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
শিরোনাম:

স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে আনসার সদস্যদের পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান মহাপরিচালকের

প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম  (ভিজিটর : ১৪)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) পটুয়াখালীর চান্দুপাড়া সঞ্জীবন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

এদিন সকাল ৯টায় প্রকল্প পরিদর্শনে পৌঁছে মহাপরিচালক সঞ্জীবন প্রকল্পের অধীনে গঠিত ‘সামাজিক সুরক্ষা দল–১’ (কলাপাড়া, পটুয়াখালী) এবং ‘সামাজিক সুরক্ষা দল–২’ (বেতাগী, বরগুনা)–এর মোট ৬৪ জন উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্পের পরিকল্পনা, সম্ভাবনা ও আর্থ–সামাজিক প্রভাব নিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি অবহিত হন তিনি।

এসময় তিনি জানান, “আসন্ন জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে প্রতীয়মান করতে আনসারের সকল স্তরের সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীল ও পেশাদার আচরণ প্রদর্শন করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও জনগণের আস্থা অর্জনই হবে আমাদের প্রধান কাজ।”

তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণ, দেশপ্রেম, সততা এবং নৈতিকতা সমন্বয়ে আনসার সদস্যদের পেশাগত সক্ষমতা আরও উন্নত করতে হবে। “দেশের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি চলবে না,” যোগ করেন তিনি।

পরিদর্শনকালে মহাপরিচালক সঞ্জীবন প্রকল্পের জমির কাগজপত্র, দলিলাদি পর্যালোচনা করেন এবং সম্ভাব্য জটিলতা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। তিনি বলেন, সঞ্জীবন প্রকল্প কৃষি ও অকৃষি– দুই খাতে ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টির মাধ্যমে সুবিধাবঞ্চিত সদস্যদের আত্মনির্ভরশীলতা ও জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই প্রকল্প পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়নে অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

মহাপরিচালকের সফরকে ঘিরে প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়। সফরে আরও উপস্থিত ছিলেন বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝