Dhaka, Monday | 8 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 December 2025 | English
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
নির্বাচনের তফসিল, গণভোট, প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক আজ
পরিচয় শনাক্তে অবশেষে কবর থেকে তোলা হচ্ছে জুলাই শহীদদের লাশ
শিরোনাম:

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম  (ভিজিটর : ২৩)
ফাইল ছবি

ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম, এবং ইসলাম ধর্মের রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসীরা মনে করেন আল্লাহ নিরাকার, এবং তাঁর সন্তুষ্টির জন্য রোজা পালন করা হয়—যার প্রতিদানও আল্লাহ নিজেই দেবেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ধারণ করে পূজা করলেও রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিম জনগোষ্ঠীর জন্য অগ্রহণযোগ্য এবং এটি উদ্বেগ–উৎকণ্ঠা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বাদীপক্ষ অভিযোগ করেন, শিশির মনির ইউটিউব চ্যানেল ডিএসএন–এ প্রচারিত এক ভিডিওতে “রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ” বলে মন্তব্য করেছেন, যা বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করেছে। অভিযোগে আরও বলা হয়, তিনি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ জনগণের মধ্যে অশান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝