Dhaka, Tuesday | 18 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 18 November 2025 | English
শেখ হাসিনার মৃত্যুদণ্ড আইনের শাসনের উদাহরণ: দুলু
হাসিনা-কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদণ্ড পূরণ হয়নি
এবারের নির্বাচন দেশ রক্ষার: প্রধান উপদেষ্টা
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে
শিরোনাম:

ঘর গোছাতে ব্যস্ত বিএনপি, মাঠে জামায়াত

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৫৭ এএম  (ভিজিটর : ৭১৬)

জাতীয় পার্টিকে নিয়ে অনুষ্ঠিত বিগত ৪টি জাতীয় সংসদ নির্বাচনের ৩টিতে জিতে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিতি পাওয়া কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনটিতে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) এবার বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দিতার আভাস পাওয়া যাচ্ছে।

সবশেষ ৩টি সংসদ নির্বাচনকে প্রহসন নির্বাচন আখ্যাদিয়ে অংশ নেয়নি বিএনপি ও জামায়াত। এতে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে তৃণমূল রাজনীতিতে অনেকটা কোনঠাসা ছিলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতনের পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে এ দল দুটি। তবে এ মুহূর্তে প্রার্থী চুড়ান্তের চেয়ে ঘর গোছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি। আংশিক কমিটি দিয়ে দীর্ঘ বছর পাড়ি দেয়া চিলমারী উপজেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি দিতে তোড়জোড় শুরু করেছে। অপরদিকে জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 

তথ্যমতে, ১৯৯১ এর ৫ম সংসদ নির্বাচন থেকে ২০০১ এর ৮ম সংসদ নির্বাচন পর্যন্ত এ আসনটিতে জাতীয় পার্টি’র একছত্র আধিপত্য ছিলো। বর্তমানে দলটির ইমেজ সংকটে জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। আওয়ামী লীগের শামনামলের অন্যতম দোসর তকমা পাওয়া জাতীয় পার্টির নেতাকর্মীরা তাই প্রকাশ্য কোন মিছিল মিটিং এমনকি নির্বাচন মূখী প্রচারণায় অংশ নিচ্ছেন না। ত্রয়োদ্বশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে প্রতিদ্বন্দিতার জন্য তাই দলটি প্রার্থী সংকটে পড়তে পারে।

একই সংকটে রয়েছে আওয়ামী লীগ। ৯ম সংসদ নির্বাচন থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত ৪ বারের মধ্যে ৩ বার এ আসনে প্রতিনিধিত্ব করলেও দলটির সরকার পতনের পর দৃশ্যত সকল নেতা-কর্মী গাঁ ঢাকা দিয়েছেন। অনেকেই রয়েছেন কারাবন্ধি। এতে ভোটের রাজনীতিতে কার্যত আ, লীগ নেই বললেই চলে। 

ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, এলডিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, জাকের পার্টি, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দলের তেমন প্রভাব নেই। এ আসনে মূল প্রতিদ্বন্দিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে, এমনটা জানিয়েছেন ভোটাররা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেয়া তথ্যমতে, এ আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন, রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। 

ত্রয়োদ্বশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও দলটি নির্বাচনী কৌশল হিসেবে আগাম প্রার্থী চুড়ান্তের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে নির্বাচনের আগে তাদের প্রার্থীদের সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। 

এ বিষয়ে চিলমারী উপজেলা জামায়াতের আমীর অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক নুর আলম মুকুল সমকাল’কে বলেন, ‘ছাত্র জনতা যে ত্যাগ স্বীকার করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, আমরা সেই স্বপ্নের সহযাত্রী। সৎ, যোগ্য এবং সর্বজনবিদিত রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান’কে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মনোনিত করেছে, ইনশা আল্লাহ আমরা জয়যুক্ত হয়ে ছাত্র জনতার সেই আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবো। আমরা নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে, সাধারণ মানুষের কাছেও সেই বার্তা পৌঁছে দিচ্ছি।’

অপরদিকে বিএনপি’র প্রার্থী চুড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরকার, রৌমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি, রাজিবপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোখলেছুর রহমান ও কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদ্য সাবেক সভাপতি তাসভিরুল ইসলামের ভাতিজা নদী চর ও জলবায়ু বিশেষজ্ঞ ড. সাদ কাশেম। 

প্রার্থীদের মধ্যে ড. সাদ কাশেম ১ যুগের বেশি সময় ধরে কুড়িগ্রাম-৪ আসনে নানা মুখি উন্নয়ন ও সমাজ সেবা মুলক কাজ করে সাধারণ মানুষ, বিএনপি ও বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে আলোচনায় রয়েছেন।

তবে জামায়াতের মনোনিত প্রার্থী রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি রৌমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক সর্ম্পকে আপন সহোদর হওয়ায় বিএনপি’র মনোনয়ন দৌড়ে তিনি অনেকটা পিঁছিয়ে পড়েবেন এমনটা জানিয়েছেন বিএনপি’র উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। 

চিলমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক সমকাল’কে বলেন, ‘এ মহুর্তে তৃণমুল বিএনপিকে সু-সংগঠিত করাই আমাদের প্রধান কাজ। ত্রয়োদ্বশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত যিনিই প্রার্থী হন আমরা ভেদাভেদ ভুলে তার পক্ষেই কাজ করবো।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝