নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাত মাস ধরে অসুস্থ। ৬ মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন। আজ নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়।
জয় বলেন, ‘আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত, তার চিকিৎসা চলছে। এ বছরের শুরুতে তিনি শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন। দিন দিন অবস্থার অবনতি হতে থাকলে গত ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয়। রিপোর্টে জানা যায়, তার মাথায় টিউমার হয়েছে।’
ডাক্তারদের মতামত জানার পর ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। গত ২৬ এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
জয় জানান, লন্ডনে পৌঁছার পরদিন তাকে সেখানকার হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরো সার্জারির ডাক্তারের কাছে নেওয়া হয়। তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পরে গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার হয়। ডাক্তাররা অপারেশনের আগেই জানান পুরো টিউমার অপসারণ করা যাবে না। এতে জীবনহানি অথবা প্যারালাইসড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে যেতে পারে।
ইলিয়াস কাঞ্চনের মাথার টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
এফপি/অআ