বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন আত্ম মানবতার সেবায় নিয়োজিত ডাঃ মোস্তফা- হাজরা ফাউন্ডেশন এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার জামিয়া উসমানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মুফতি হারুন অর রসীদ এর সঞ্চালনায় জামেয়া ওসমানিয়া প্রধান শিক্ষক মাওলানা ইউসুফ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এইচ এম গ্লোবাল গ্রুপ প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ডাঃ মোস্তফা- হাজেরা ফাউন্ডেশনের সিইও গোলাম মর্তুজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা গোলাম মাওলা ও মুফতি খলিল আহমেদ।
মাদ্রাসায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১৪০ জন মেধা ভিত্তিক শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানের শেষে, অতিথিরা মাদ্রাসার শতশত শিক্ষার্থীর হেফজ বিভাগ পরিদর্শন করেন। এবং দিনব্যাপী মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
এফপি/অআ