ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে এক হাজারেরও বেশি নারী ও পুরুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের বড়ইয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। খিদমাহ জেনারেল অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এবং এস্টার হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালের পৃষ্ঠপোষকতায় সকাল ১০টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলে এই সেবা কার্যক্রম।
মেডিকেল ক্যাম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার অভিজ্ঞ মোট ১৪ জন চিকিৎসক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও দন্তরোগ বিশেষজ্ঞরা। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।
দিনব্যাপী এই মানবিক কার্যক্রমের যৌথ উদ্বোধন করেন খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এবং কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন। এসময় উপস্থিত ছিলেন আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক ডা. সামছুল হক, সুরাইয়া বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমাজসেবক মো. ফজলুল হক টিপু, খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান ভূইয়া, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, খিদমাহ জেনারেল অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মো. হাক্কানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আয়োজক ফজলুল হক টিপু বলেন, “অর্থাভাবে অনেক মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করেই এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে এলাকার দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এফপি/অ