Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

টঙ্গীতে ৩১ দফা বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:৫০ এএম  (ভিজিটর : ২)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকালে স্থানীয় দত্তপাড়া এলাকায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ -সভাপতি আরিফ হোসেন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন গাসিক ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, অধ্যক্ষ মো.অহিদুর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুসার খান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন তালুকদার, আব্দুর রশিদ সোহেল, ছাত্রদল নেতা রিফাত রশিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে বিএনপির ঘোষিত ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এ কর্মসূচি জনগণের প্রত্যাশার প্রতিফলন। এ জন্য মাঠপর্যায়ে সংগঠনের প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা সাধারণ মানুষের কাছে এ কর্মসূচির তাৎপর্য তুলে ধরতে পারেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আরও বলেন, বিএনপি শুধু আন্দোলনের দল নয়, বরং একটি সুস্পষ্ট ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে। গণমানুষের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় মুক্তির সনদ। আমাদের প্রত্যেককে দায়িত্বশীলভাবে জনগণের মাঝে এ বার্তা পৌঁছে দিতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে কোনো আন্দোলন সফল হয় না। তাই মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সচেতন ও প্রশিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।”

কর্মশালার শেষে ৩১ দফা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝