Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান দম্পতির বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের নির্দেশ

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২ এএম  (ভিজিটর : ২৩)

চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুদক এই আবেদন করলে শুনানি শেষে তা গৃহীত হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে কারণে আদালতে রেড নোটিশের আবেদন করা হয়। আদালত অনুমোদন দেওয়ায় এখন ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেপ্তারের পথ সুগম হলো।

দুদকের বিশেষ টাস্কফোর্স তদন্তে আরও নতুন তথ্য পাওয়া গেছে। জানা গেছে,সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় বিপুল সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এসব সম্পদের মধ্যে রয়েছে বাড়ি কেনার কাগজপত্র, ট্যাক্স নথি ও ভাড়ার ভাউচার। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদ সেখানে লুকানো আছে, যা তার কর ফাইলে দেখানো হয়নি।

এর আগে দুদক যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার নামে মোট ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পায়। সর্বশেষ কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে রুকমিলা জামানের গাড়িচালকের প্রতিবেশীর বাড়ি থেকে ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে এসব নথিতেও বিদেশি সম্পদের তথ্য মিলেছে।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানিয়েছেন, উদ্ধার হওয়া নথি যাচাই-বাছাই চলছে। সব তথ্য যাচাই শেষে সম্পদের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এবং সাবেক মন্ত্রী দম্পতির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝