শিরোনাম: |
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। কিন্তু নির্বাচনকে বিলম্বিত ও নস্যাৎ করার জন্য কিছু দল ইসলামের দোহাই দিয়ে ‘পিআর, পিআর’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।
বুধবার (১ অক্টোবর) রাতে পটুয়াখালীর বাউফল কালীবাড়ি মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
মু. মুনির হোসেন বলেন, “পিআর মানে ধোঁকাবাজি, পিআর মানে মুনাফেকি। জনগণ যাকে এমপি বানাবে, তাকে জনগণকে চিনতে হবে, জানতে হবে। ১৯৮৬ সালে স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় থাকাকালে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করেছিলেন। আজ যারা ইসলামিক দলের নামে ‘পিআর পিআর’ করছে, তারাও নির্বাচনে অংশ নিয়েছিলো। অথচ তারা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থনও দেয়নি।”
এসময় তিনি আরও বলেন, “জননেতা তারেক রহমান বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্থায়ী কমিটি নিয়ে সারাদেশের নেতাদের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, বিএনপি আপনাদের সাথে আছে।”
মন্দির পরিদর্শনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতা অধির বাবু, জীবন কৃষ্ণ সাহা, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুসাব্বির বিল্লাহ, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান সুপন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুবদল নেতা শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।
এফপি/অআ