শিরোনাম: |
বগুড়ার আদমদীঘিতে লাবনি ওরফে লাভলী আক্তার (২২) এর লাশ বাড়ির পাশে মসজিদের নিকট ফেলে রেখে স্বামী আল আমিন পালিয়েছে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
বুধবার (১ অক্টোবর) দিবাগত ৮টায় আদমদীঘি উপজেলা নসরতপুর ইউপির মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মোলামগাড়ি গ্রামের আল আমিনের সাথে তার স্ত্রী লাবনি ওরফে লাভলী আক্তারের পারিবারিক কলহ ছিল।
গত বুধবার রাত ৮ টার দিকে স্বামীর উপড় অভিমান করে স্ত্রী লাভলী আক্তার নিজ ঘরের তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় লাভলী আক্তারের ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশিরা চিৎকার দিলে ঘরের দরজা ভেঙ্গে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাভলীকে নামিয়ে হাসাপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাতেই মৃত স্ত্রী লাবনি ওরফে লাভলী আক্তারের লাশ তার স্বামী আল আমিন বাড়ির পাশে মসজিদের নিকট ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, ঘটনার দিন মাছ কাটাকে কেন্দ্র করে স্বামী আল আমিন স্ত্রী গায়ে হাত তুলেন। অভিমান করে লাভলী আক্তার এ ঘটনা ঘটাতে পারে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, মারধরে মারা গেছে কিনা তা ময়না তদন্ত রির্পোট এলে জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এফপি/অআ