দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ গাজীপুরের বাসন এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী, শ্রী শুভ দাস ওরফে আকাশ ওরফে সৌরভ (২৭), সে ঘোড়াঘাট পৌরসভার ঘাটপাড়া এলাকার শ্রী বকুল দাসের ছেলে। তিনি ২০২১ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হেরোইন বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েন। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত, গাইবান্ধা গত ১১ মার্চ ২০২৫ তারিখে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর থেকে আসামী পলাতক ছিল। আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের দায়িত্ব পায় ঘোড়াঘাট থানা পুলিশ। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের দিকনির্দেশনায় এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পাঁচ মাসের প্রচেষ্টায় অবশেষে বুধবার (১ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে র্যাব-১ এর সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে গাজীপুর থেকে ঘোড়াঘাট থানায় আনা হয়েছে।”
তিনি আরও জানান, “গ্রেফতারকৃত আসামীকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।”
এফপি/অআ