শিরোনাম: |
চিকিৎসা শেষে শনিবার (৪ঠা অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ ২রা অক্টোবর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, ১২ দিন সিঙ্গাপুরে অবস্থান করে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করান নুরুল হক নুর। এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) সিঙ্গাপুর যান তিনি।নুরুল হক নুরের সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
গত ২৯ শে আগষ্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর কতিপয় সদস্যের হামলায় মারাত্মক ভাবে আহত হন নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী।
এফপি/অআ