যশোরের মনিরামপুর উপজেলার ১২ ইউনিয়নে নাগরিক সেবাসহ উন্নয়নমূলক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি দুই ইউপি চেয়ারম্যান পুলিশের হাতে আটক হয়ে কারাগারে থাকায় বাকীরা গা ঢাকা দিয়েছেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর তিন ইউপি চেয়ারম্যান পালিয়ে যাওয়ায় নিয়োগ দেয়া হয় প্রশাসক।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৫ ইউপি চেয়ারম্যান পতিত সরকার সমর্থিত হওয়ায় স্থানীয় জনবিক্ষোভ ও গ্রেফতার এড়াতে ইউনিয়ন পরিষদ মূখী হচ্ছেন না। ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার ১৭ ইউপি নির্বাচনে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনে পতিত সরকারের দলীয় প্রার্থীর পাশাপাশি একই দলের ১৬ জন বিদ্রোহী, ৯ ইউনিয়নে বিএনপি সমর্থিত ১৩ জন এবং জামায়াত সমর্থিত দুই ইউনিয়নে দুইজন প্রার্থী অংশ নেয়। এরমধ্যে পতিত সরকারের দলীয় ১০ জন এবং বিদ্রোহী ৫ জন নির্বাচিত হন। এছাড়া বিএনপি সমর্থিত দুইজন জয়ী হন।
৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর উপজেলার ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, মশ্মিনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এবং দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান জনরোষে এলাকা ছাড়া হলে ওই তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
চলতি মাসের ৩ জুন রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দীন এবং শ্যামকুড় ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন পুলিশের হাতে আটক হলে গ্রেফতার এড়াতে অন্যরা গা ঢাকা দেয়। এরপর থেকে বিএনপির দুই চেয়ারম্যান ছাড়া বাকীরা কেউ পরিষদমূখী হচ্ছেন না বলে জানাগেছে।
এতে করে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট জনসাধারন নাগরিক সুবিধা থেকে বঞ্চিতসহ স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সাধারণতঃ ৩০ জুনের মধ্যে অর্থ বছরের সকল উন্নয়নমূলক কার্যক্রমের হিসেব শেষ হয়। কিন্তু ইউপি চেয়ারম্যানরা পরিষদে না আসায় এসব কাজ বাঁধাগ্রস্থ হচ্ছে।
আব্দুল আলিম, গোপালকৃষ্ণ মুখার্জী, মৃণালকান্তি সাহা, শারমিন সুলতানাসহ একাধিক ইউপি সচিব জানান, নাগরিক সনদসহ আর্থিক বিষয়গুলোতে চেয়ারম্যানের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু চেয়ারম্যানরা পরিষদে না আসায় কাজে স্থবিরতা নেমে এসেছে। উপায়ন্তর না পেয়ে পরিষদে রেজুলেশন করে আপতকালীন নাগরিক সনদ প্রদানে চেয়ারম্যানের পক্ষে সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ স্বাক্ষর করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এফপি/রাজ