বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম কতৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তারেক হাসান মামুন ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিল ইসলাম বলেন, আগামী কমিটি রানিং শিক্ষার্থীদের মধ্য দেওয়ার অনুরোধ রইলো যেন যে সকল ভাইদের সাথে সর্বদা আড্ডা দেয় এবং দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে বন্ডিংটা মজবুত থাকে। আমরা কোনো প্রাক্তন শিক্ষার্থীদের কমিটিতে দেখতে চাইনা। তাছাড়া জোর করে কোনো শিক্ষার্থীদের যেন ছাত্রদলে আনা না হয়।
সাইদ মেনন বলেন, বৃক্ষরোপণ, পরিষ্কার অভিযান সহ যেসকল শিক্ষার্থীবান্ধব কাজ ছাত্রদল ক্যাম্পাসে করে সেসকল কাজ সর্বদা তাদের কাছ থেকে আশা করবো। আমরা এমন একটা কমিটি চাই যারা এধরনের শিক্ষার্থীবান্ধব কাজে অংশগ্রহণ করে ও করতে পছন্দ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কখনো আপস করে না। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে ছাত্রদলের ত্যাগ, রক্ত ও সাহসিকতার ইতিহাস অমলিন। কেউ কেউ এখন নিজেদের নব্য বিপ্লবী দাবি করলেও, বাস্তবে তারা এক সময় ছাত্রলীগের পদধারী ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের এই সুবিধাবাদী মুখোশধারীদের থেকে সতর্ক থাকতে হবে।
এফপি/এমআই