Dhaka, Monday | 4 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 4 August 2025 | English
জয়পুরহাটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ
শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল
ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
শিরোনাম:

হালাল পদ্ধতিতে বিনিয়োগের ২ কোটি টাকা হাতিয়ে ব্যবসায়ী উধাও

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:২৬ পিএম  (ভিজিটর : ১৯৯)

বাউফলে সাধারণ মানুষের কাছ থেকে অভিনব কায়দায় প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে শামিম খান নামের এক ব্যবসায়ী উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার (২৭ জুলাই) দোকান থেকে উধাও হয়ে যাওয়ার খবর পেয়ে তার (শামিমের) ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে। শামিম পৌর শহরের বকুলতলা সড়কের নীল খানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের সামনে আনছার মিয়ার বাসার নীচে স্টল ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করতেন শামিম। এরপর থেকে সরকারি চাকুরিজীবী ও শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষের কাছ থেকে অভিনব কায়দায় অর্থ সংগ্রহ শুরু করেন। সুদের বিনিময়ে ব্যাংকে টাকা জমা না রেখে হালাল পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে বিনিয়োগের আহবান জানান।

শামিমের অভিনব ফাঁদে পা দিয়ে কেউ ১৫ লাখ, কেউ ১০ লাখ আবার অনেকে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। শুধু তাই নয় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে কয়েকজনকে  গ্রান্টার করে মোটা অংকের ঋণ নেন শামিম। এভাবে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি লাপাত্তা হয়ে যান।  

প্রতারণার শিকার গৃহিনী নাঈমা বলেন, আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছেন শামিম।  আসাদ তালুকদার বলেন, আমার বোন ও ভাগ্নির কাছ থেকে ১৫ লাখ টাকা, প্রভাষক ফাতিমা বেগমের কাছ থেকে ৫ লাখ টাকা, আনসার মিয়ার মেয়ে তমার কাছ থেকে ৫ লাখ টাকা এবং আনসার মিয়ার ছেলে  রিজনকে গ্রান্টার করে ব্রাক থেকে ৬ লাখ টাকা ঋণ তুলে নেন শামিম।  

এক ভুক্তভোগী বলেন, শামিম মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে ৫/৬ বছর আগে ব্যবসা শুরু করেন। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে রাতারাতি বদলে যান তিনি। পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করা হলে তিনি গা ঢাকা দেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ব্যবসায়ী শামিম খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ আক্তারুজ্জামান সরকার বলেন, এখনও কেউ এ বিষয় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝