Dhaka, Monday | 4 August 2025
         
English Edition
   
Epaper | Monday | 4 August 2025 | English
জয়পুরহাটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ
শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল
ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে: মাহফুজ আলম
শিরোনাম:

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১০:৫৯ পিএম  (ভিজিটর : ২১)

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের সময় চালককে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলার অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেদী আবু কাওসার, জনি মোল্লা, রাজেস রবি দাস, রবিন মোল্লা ওরফে ভিকি, রাসেল শেখ (পলাতক), বাদশা শেখ (১০ বছরের কারাদণ্ড)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেলে ফরিদপুর সদর উপজেলার শওকত মোল্যা (২০) নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের শেষপ্রান্তে বাইপাস রোডের পাশে ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

পরবর্তীতে নিহতের পিতা আয়নাল শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে জানতে পারে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালক শওকতকে হত্যা করা হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।

তিনি বলেন, “এই রায় সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং ইজিবাইক চালকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।”

তিনি আরও জানান, পলাতক আসামি রাসেল শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝