জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাগলাবাজার এলাকায় সাপের কামড়ে রানু (৩৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতালে সময়মতো পর্যাপ্ত অ্যান্টিভেনম ভ্যাকসিন না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে রানু ও তার স্বামী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বিষাক্ত একটি সাপ তাকে কামড়ে দেয়। সাথে সাথে তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলেও সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এমন করুণ ঘটনা ঘটছে বারবার।
একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “লাখ লাখ টাকা বাজেট থাকলেও সরকারি হাসপাতালে সময়মতো ওষুধ মেলে না। তাহলে এসব হাসপাতাল চালিয়ে কি লাভ?”
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, রানু বেগমকে রাতে আনা হয়েছিল, আমরা দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে রেফার করেছি। পরবর্তীতে তার মৃত্যু হয়।
এফপি/রাজ