নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে একজনকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।
এর আগে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বাগাতিপাড়া উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার বাজার থেকে আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার আফ্রিকান মাগুর মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৩ এবং বিধি ১৮ লঙ্ঘনের দায়ে আইনটির ৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত মাছ মৎস্য আইন, ২০১৮ এর ১০(১) বিধি অনুযায়ী বাগাতিপাড়ার দুইটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে নিষিদ্ধ প্রজাতির মাছ বিক্রি রোধে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।
এফপি/রাজ