পাবনার সুজানগর উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আব্দুর রউফের বাড়িতে আবারও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত ২ আগস্ট (শনিবার) গভীর রাতে সুজানগর পৌরসভায় তার নিজ বাড়িতে দুর্বৃত্তরা এ গুলিবর্ষণ চালায়। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এর আগে, গত ৯ জুলাই সন্ধ্যায় সুজানগর বাজার এলাকায় তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুদিন আগে তিনি বাড়ি ফিরেন।
শেখ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, “আমাকে হত্যাচেষ্টার শিকার করেও আমার নামেই একটি মিথ্যা মামলা দেওয়া হয়। আমি হাইকোর্ট থেকে সে মামলায় জামিন নিই। পরে ৪ আগস্ট রবিবার পাবনার একটি ফৌজদারি আদালতে দায়ের হওয়া আরেকটি মামলায়ও আমি জামিন নিই।”
তিনি আরও বলেন, “আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। জানি না সুস্থ হতে আর কতদিন লাগবে। কিন্তু তবু আমার ওপর আবারও গুলিবর্ষণ হয়েছে। এতকিছুর পরেও আমাকে কিছু না জানিয়েই দল থেকে বহিষ্কার করা হয়েছে—যেটি আমার জন্য চরম অমানবিক ও দুঃখজনক।”
তিনি দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, “আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার দাবি করছি। একই সঙ্গে আমার বিরুদ্ধে নেওয়া বহিষ্কারাদেশটি প্রত্যাহারের অনুরোধ জানাই।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।
এফপি/রাজ