কক্সবাজারের রামু উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ড্রেজার মেশিন, বিপুল পরিমাণ পাইপ ও ছয় হাজার ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন।
শনিবার (৩ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে খুনিয়াপালং ইউনিয়নের হেডম্যান পাড়া ও টাইংগাকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকা থেকে মোট চারটি ড্রেজার মেশিন ও ৪০০ ফিট পাইপ জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৬,০০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, হেডম্যান পাড়া ১নং ওয়ার্ড: ১টি ড্রেজার মেশিন, হেডম্যান পাড়া ২নং ওয়ার্ড: ১টি ড্রেজার মেশিন, টাইংগাকাটা, গোয়ালিয়াপালং ৮নং ওয়ার্ড: ২টি ড্রেজার মেশিন ও ৪০০ ফিট পাইপ,মোট: ৬,০০০ ঘনফুট বালু জব্দ করা বালু ঘটনাস্থলেই উন্মুক্ত স্পষ্ট নিলামের মাধ্যমে ৬৭,০০০ টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হয়। ভ্যাট ও ট্যাক্সসহ নিলামের মোট মূল্য দাঁড়ায় ৮৩,৭৫০ টাকা। অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন খুনিয়াপালং ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. সেলিম, প্রধান সহকারী আজিজুল হক, সহকারী হিরা পালসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
এফপি/রাজ