Dhaka, Friday | 18 July 2025
         
English Edition
   
Epaper | Friday | 18 July 2025 | English
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
হারিয়ে যাচ্ছে সুন্দরবন উপকূলে তালগাছ, রোপণে নেই আগ্রহ
জুলাইযাত্রা—কুবি ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়
আজ ফ্রি ১ জিবি ইন্টারনেট পাবেন যেভাবে
শিরোনাম:

প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ২১ জুলাই

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১:১৬ পিএম  (ভিজিটর : ২৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতনস্কেলে সমাজবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট—এই সাত বিভাগে প্রভাষক পদে মোট ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ২০২৪ সালের ২ জুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে ২০০১, ২০০২ এবং ২০০৩ সালে যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন, তাদের ক্ষেত্রে জিপিএ ৩.৫০ গ্রহণযোগ্য হবে। প্রভাষক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর পিএইচডি ডিগ্রি থাকলে শিক্ষাগত যোগ্যতার একটি শর্ত শিথিলযোগ্য।

এছাড়া কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হতে হলে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বা কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি, যেকোনো স্বীকৃত সরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পানি সম্পদ প্রকৌশল, পুরকৌশল, পরিবেশ কৌশল, যন্ত্রকৌশল, উপকূল কৌশল বা ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রিজিলিয়েন্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝