Dhaka, Thursday | 13 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 13 November 2025 | English
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, শৈত্যপ্রবাহের আভাস
ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
শিরোনাম:

নতুন আঙ্গিকে খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যাত্রা শুরু

প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম  (ভিজিটর : ৪৪)

শিক্ষার্থীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। সংযোজন করা হয়েছে চারটি আধুনিক ইউনিট- চক্ষু, ডেন্টাল এক্স-রে, ডিজিটাল এক্স-রে এবং ড্রেসিং ও স্টেরিলাইজেশন ইউনিট (মিনি ওটি)।

আজ বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এসব ইউনিট উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধন শেষে তিনি নবসংযোজিত প্রতিটি ইউনিট পরিদর্শন করেন এবং পরে মেডিকেল সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন চারটি ইউনিট সংযোজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার একটি নতুন মাত্রা পেল। নতুন যে ইউনিটগুলো সংযোজিত হয়েছে, সবগুলোই অত্যন্ত জরুরি। ড্রেসিং ও স্টেরিলাইজেশন ইউনিট (মিনি ওটি) চালুর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম আরো আধুনিকায়ন করা সম্ভব হলো। চক্ষু ইউনিটে ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ডেন্টাল এক্স-রে ও ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে, যা সময়োপযোগী ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।

চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সেবার মান আরও উন্নত করতে সবাইকে আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি সমস্যা গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত সেবা প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, বিজয়'২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা এবং পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা এবং সঞ্চালনা করেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখ সাঈদ আফতাব। দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসনিক ভবনসংলগ্ন জামে মসজিদের ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ এবং গীতা থেকে পাঠ করেন ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. অর্চিষ্মান দেবনাথ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাকিল রহমান, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝