হিমালয়ের পাদদেশে শীতের আমেজ বাড়ছে পঞ্চগড়ে। বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
গত কয়েক দিনে তাপমাত্রা ক্রমেই কমছে। সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি, মঙ্গলবার ১৪ দশমিক ৫ এবং বুধবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা সামান্য বেড়ে ১৩ দশমিক ৪ ডিগ্রিতে দাঁড়িয়েছে।
সকালে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যাচ্ছে, সূর্য ওঠার পর কিছুটা শীত কমলেও সন্ধ্যা নামলেই আবার ঠান্ডা বেড়ে যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেককে রাতে আগুন পোহাতে দেখা গেছে।
তেঁতুলিয়ার দিনমজুর সাইফুল ইসলাম জানান, ভোরে কুয়াশায় কিছু দেখা যায় না, ঠান্ডায় হাত-পা জমে যায়। কিন্তু কাজ বন্ধ রাখলে সংসার চলে না।
আরেক শ্রমিক রবিউল মিয়া জানান, নদীতে বালু তুলতে নামলে মনে হয় বরফের পানিতে নেমেছি, তবু কাজ করতেই হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। ফলে আগামী দিনগুলোয় তাপমাত্রা আরও কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
এফপি/অ