খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ সেমিনার আয়োজন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের মানসিক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন হলে উপযুক্ত মানসিক সহায়তা প্রদান করা। একইভাবে পরিবারকেও সন্তানের আচরণগত পরিবর্তন, হতাশা বা উদ্বেগের সংকেতগুলো গুরুত্ব দিয়ে নজরে রাখতে হবে ”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এ ধরনের সেমিনার অত্যন্ত কার্যকরী। তাদের মাঝে যে হতাশা ও বিষণ্নতা তৈরি হয়, তা কাটাতে সচেতনতা সবচেয়ে প্রয়োজনীয় বিষয়।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান এবং সহকারী অধ্যাপক ড. মোঃ জহির উদ্দিন। তারা দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা ও আত্মহত্যার ঝুঁকির সতর্ক সংকেত, একাডেমিক চাপ ও সামাজিক-মানসিক সমস্যা মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন ডব্লিউএইচও'র হেলদি সিটি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ। তিনি প্রকল্পটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন এই প্রোগ্রামের ফ্যাসিলিটেটর, খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ ও প্রধান কর নির্ধারক এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এফপি/অ