Dhaka, Monday | 27 October 2025
         
English Edition
   
Epaper | Monday | 27 October 2025 | English
যাত্রা শুরু করলো বিএসসির ‘বাংলার প্রগতি’
প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২০ নভেম্বর, যেভাবে আবেদন করবেন
ডলারের দাম উর্ধ্বমুখী
শিরোনাম:

জবির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ এএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এই সময় দোষীদের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।


রোববার (২৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ধূপখোলা মাঠ প্রদক্ষিণ করে এ প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা।


এ সময় জবি শাখা জাতীয় ছাত্রশক্তির (সাবেক বাগছাস) সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, ৫ আগস্টের পর বিচার হীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। একজন অপরাধী যখন বিচার না হয় তখন তার আশেপাশের মানুষ ভাবে ওর তো বিচার হয়নি দোষ করলে আমারও বিচার হবে না। এভাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে লাঞ্ছনা করা হয়।


পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের মেসে বাসা ভাড়া করে থাকতে হয়। এছাড়াও টিউশনি করাতে হয়। কিন্তু সেই টিউশনি এসেও নারী শিক্ষার্থীরা নিরাপদ নয়। তাদের নিপীড়নের শিকার হতে হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই এই নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে হবে।


শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বলেন, আমরা ২০ বছর পার করতে চলেছি, কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে হয় নি। কিন্তু ইদানীং শিক্ষার্থীদের সাথে হেনস্তার ঘটনা বেড়েছে। আজ একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছনা করা হয়েছে। জুলাই পরবর্তীতে শিক্ষার্থীদেরকে স্থানীয়দের সঙ্গে মুখোমুখি করার পাঁয়তারা চলছে। শিক্ষার্থীদের অনিরাপত্তায় রাখার মধ্যে দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে আজকের এই ঘটনা হতে পারে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে সেই লাঞ্ছনাকারীকে আটক করতে হবে।


শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, যেখানে আমাদের মা বোনদেরকে নিপীড়ন করা হবে, আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হব। এবং সেই কালো হাতকে আমরা ভেঙে দেব। আজকের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি নিশ্চিত করে, জবিয়ানদের নিরাপত্তার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। আমরা বলতে চাই, সকল নিপীড়করা ভালো হয়ে যাও, নাহলে জেলে পঁচে মরবে।


উল্লেখ্য, রোববার সন্ধ্যার ৮টার দিকে টিউশন করাতে গিয়ে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোড ফজলুর রহমান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এলাকায় জবির এক নারী শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হন। এঘটনায় রাত পৌনে ১১টার দিকে গেন্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।


এফপি/

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝