| শিরোনাম: |

ব্যাংকে ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে। গত তিন কার্য দিবসে ডলারের দাম ব্যাংকগুলোতে গড়ে ৬০ পয়সা বেড়েছে। গত মঙ্গলবার ব্যাংকে প্রতি ডলারের দাম ছিল গড়ে ১২২ টাকা ১০ পয়সা। রোববার তা বেড়ে ১২২ টাকা ৮০ পয়সায় ওঠেছে। তবে এদিন কোন কোন ব্যাংকে ডলারের দাম সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সায় ওঠেছে। সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। যে কারণে এর দাম বাড়ছে।
এদিকে রোববার আন্ত:ব্যাংকেও ডলারের দাম কিছুটা বেড়েছে। এখন আন্ত:ব্যাংকে প্রতি ডলার সর্বনিম্ম ১২২ টাকা ৫৫ পয়সা ও সর্বোচ্চ ১২২ টাকা ৭০ পয়সা দরে। গড় দাম ছিল ১২২ টাকা ৬৩ পয়সা। এর আগে গত বৃহস্পতিবার আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দাম ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৬০ পয়সা।
এর আগে গত কয়েক মাস ধরে ডলারের দাম নিম্মমুখী ছিল। কেন্দ্রীয় ব্যাংককে বাজার থেকে ডলার কিনে এর দাম ধরে রাখতে হয়েছে। গত সপ্তাহের শেষ দিকে এসে ডলারের দাম বাড়তে শুরু করে।
গত আগস্ট ও সেপ্টেম্বরে রপ্তানি আয় কম এসেছে। এ কারণে রপ্তানি খাতে ডলারের জোগান কমেছে। তবে রেমিটেন্স বেড়েছে। পাশাপাশি আমদানিও বেড়েছে। এ কারণে ডলারের চাহিদা বেড়েছে। ফলে দামও কিছুটা বাড়ছে।
এফপি/অ