টি-টোয়েন্টি ফরম্যাটে টানা চারটি সিরিজ জয়ের পর দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ দল। বিপরীতে, নেপালের বিপক্ষে হেরে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। ভিন্ন গল্প হলেও সোমবার (২৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে দুই দলের লক্ষ্য একই—আগামী বছরের বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া।
বিশ্বকাপের আগে টাইগারদের হাতে বাকি মাত্র ছয়টি প্রস্তুতি ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ মিলিয়ে। মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেলেও মিডল অর্ডারের অনিয়মিত পারফরম্যান্স এখনো চিন্তার কারণ। গত বছর ক্যারিবীয়দের মাটিতে ৩-০ ব্যবধানে জয় পাওয়া স্মৃতি থাকলেও, অধিনায়ক লিটন দাস মনে করছেন এ সিরিজে প্রতিপক্ষই এগিয়ে।
এদিকে, এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শর্টার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছেও মহা গুরুত্বপূর্ণ। ম্যাচ ডে’র আগে চট্টগ্রামে লম্বা সময় অনুশীলন করে তারা এখানকার উইকেটের আচরণ বোঝার চেষ্টা করেছে।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। এছাড়া শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। মিরপুরের মতো কালো পিচ না হলেও, চট্টগ্রামেও তিন স্পিনারকে নিয়েই একাদশ সাজাতে পারে টাইগাররা। এই সিরিজ থেকেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য রয়েছে লিটনদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
এফপি/অ