Dhaka, Friday | 24 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 24 October 2025 | English
মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ
৪১ বছরেও থামছেন না মেসি, ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি
পাঁচ ব্যাংক নিয়ে হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের টপ এগ্রি ফুড পাইওনিয়ার পুরস্কার পেলেন আবদুল আউয়াল মিন্টু
শিরোনাম:

৪১ বছরেও থামছেন না মেসি, ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি

প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:১৫ এএম  (ভিজিটর : ২৯)

বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা। ৩৮ পেরিয়েছেন মাস কয়েক হলো। এরমধ্যে বার্তা দিলেন ৪১ বছর বয়সে ফুটবলের মাঠে থাকবেন লিওনেল মেসি। তারই ইঙ্গিত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি।


ক্লাবটির নির্মাণাধীন নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে সম্পন্ন হয় চুক্তি। আগামী বছর থেকেই এটিই হবে ইন্টার মায়ামির ঘরের মাঠ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির ভিডিও প্রকাশ করে ক্লাবটি লিখেছে, হি ইজ হোম (তিনি থাকছেন)।


চুক্তি নবায়নের পর মেসি বলেন, 'এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি। ফ্রিডম পার্কে খেলার স্বপ্ন এখন এক সুন্দর বাস্তবতায় পরিণত হয়েছে। মায়ামিতে আসার পর থেকে আমি দারুণ সময় কাটাচ্ছি, তাই এখানে খেলা চালিয়ে যেতে পারাটা সত্যিই আনন্দের।'


তিনি আরও যোগ করেন, 'আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য, যখন অবশেষে ফ্রিডম পার্কে খেলতে পারব। নতুন ঘরে খেলার অভিজ্ঞতা নিতে এবং আমাদের ভক্তদেরও তা উপভোগ করার সুযোগ দিতে তর সইছে না।'


ইন্টার মায়ামির সহ-মালিক ও ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম বলেন, 'আমাদের লক্ষ্য ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের ইন্টার মায়ামিতে আনা। আমরা তা করতে পেরেছি। আমরা এনেছি সেই খেলোয়াড়কে, যিনি ফুটবল ইতিহাসের সেরা। এটি মায়ামির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন, একই সঙ্গে শহর ও ক্লাবের প্রতি মেসির দায়বদ্ধতারও প্রকাশ।'


২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই চুক্তি শেষ হওয়ার আগেই নতুন চুক্তিতে আবদ্ধ হলেন তিনি। যেখানে অনেক ফুটবলার ৪০ ছোঁয়ার আগেই অবসরের কথা ভাবেন, সেখানে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী ও বিশ্বকাপজয়ী মেসি যেন উল্টো পথে হাঁটছেন। তার এই সিদ্ধান্তে খুশির জোয়ার ভেসে যাচ্ছে ভক্তদের মাঝে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝