শোনা কথা নিয়ে মন্তব্য করা আমাদের জন্য ঠিক না। আমি নিজের কাজ করে যাচ্ছি এবং আমরা নির্বাচন পর্যন্ত কাজ করে যাবো। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি আরো বলেন, অর্থনৈতিকভাবে মৎস্য সম্পদ বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ল্যান্ডিং স্টেশন ও প্রসেস সেন্টারগুলোর অবকাঠামো খুব খারাপ অবস্থায় রয়েছে। এগুলো ঠিক করতে কিছু বিনিয়োগ করতে হবে এবং আমাদের চেষ্টা হলো এগুলো উন্নত করে আমাদের দেশের মৎস্য সম্পদের কার্যক্রমকে আরো তরান্বিত করা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, পরিচালক (অর্থ) মো. বদরুল হক, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই হ্রদ মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ প্রমুখ।
এফপি/অ