রংপুরের ঐতিহ্যবাহী কলেজ কারমাইকেলে ৩৫ বছরেও নেই ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের দাবি খুব দ্রুত দেওয়া হোক কাকসু নির্বাচন। কলেজ প্রশাসন বলছেন একাডেমিক কাউন্সিলে হবে আলোচনা। কাকসু নির্বাচনের ব্যাপারে কাজ করছেন তারা।
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছরও আর হয়নি এই নির্বাচন। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী ঐতিহ্যবাহী এই কলেজ শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না, এটি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক চর্চারও এক শক্তিশালী কেন্দ্র। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা ও অধিকার আদায়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমান নতুন পেক্ষাপটে শিক্ষার্থীরা দাবি তুলেছে ছাত্র সংসদ নির্বাচনের।
শিক্ষার্থীরা বলছেন, কারমাইকেল কলেজের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হলে দ্রুত কাকসু নির্বাচন দিতে হবে। ফিরিয়ে আনতে হবে ঐতিহ্য। আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবে। সময় বলে দেবে আমাদের করণীয়।
কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু বলেন, 'শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ আর অধিকার আদায়ের ক্ষেত্রে কাকসু নির্বাচনের বিকল্প নেই। অল্প সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছি।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা নির্বাচন চাচ্ছে, একাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।
উল্লেখ্য- ঐতিহ্যবাহী এই কলেজে ১৯ টি বিভাগে পড়াশোনা করছে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। কাকসুর তহবিলে বর্তমান প্রায় কোটি টাকা রয়েছে।
এফপি/অআ