শৃঙ্খলা, সামাজিক চেতনা ও নৈতিকতার ভিত্তিতে একটি সম্ভাবনাময় দেশ গড়তে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। এ লক্ষ্যে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম তরুণ সমাজকে ইতিবাচক পরিবর্তনের ধারক হিসেবে গড়ে তুলছে বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বৃস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় অনুষ্ঠিত ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৫–২৬ (দ্বিতীয় ধাপ) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণরত ভিডিপি সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময়ে মহাপরিচালক বলেন, ‘আনসার-ভিডিপির মূল শক্তি হলো শৃঙ্খলা। একটি সুশৃঙ্খল সমাজেই সমৃদ্ধি ও সম্ভাবনার বিকাশ সম্ভব। প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরা সমাজ পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠছে, যা ভবিষ্যতের বাংলাদেশকে আরও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।’
তিনি আরও বলেন, ‘সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং সামাজিক চুক্তির চেতনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। আনসার-ভিডিপি সদস্যরাই তৃণমূল পর্যায়ে এই রূপান্তরের হাতিয়ার হয়ে উঠবে।’
রাষ্ট্রীয় ব্যাধি হিসেবে দুর্নীতি, অপচয় ও অপচর্চার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ক্ষুদ্র কিন্তু সচেতন উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে। মাঠপর্যায়ের ভিডিপি সদস্যদের হাতে সমাজ পরিবর্তনের নেতৃত্ব গড়ে উঠছে।’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই প্রশিক্ষণ তাদের জীবনে ইতিবাচক শৃঙ্খলা ও নৈতিকতা তৈরি করবে, যা তাদের সমাজে নেতৃস্থানীয় ভূমিকায় প্রতিষ্ঠিত করবে।’
সফরকালে মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন— উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (চট্টগ্রাম রেঞ্জ) ড. মো. সাইফুর রহমান, জেলা কমান্ড্যান্ট (চট্টগ্রাম) আবু সোলায়মানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এফপি/এমআই