Dhaka, Thursday | 16 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 16 October 2025 | English
জাতীয় বেতন স্কেল কবে থেকে, জানালেন শিক্ষা সচিব
রাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার ৫২.৫৭%, এগিয়ে মেয়েরা
রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প
শিরোনাম:

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ২২)

মৌলভীবাজারের কুলাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০ পরিবারের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রতিটি পরিবারকে দুইটি করে ৩০০টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় কুলাউড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে ও সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এ ছাগল বিতরণ করা হয়।


উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রহিম প্রধান, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডেইলি ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক কালবেলা প্রতিনিধি সম্পাদক মহিউদ্দিন রিপন প্রমুখ।


উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল জানান, কুলাউড়া উপজেলার বিভিন্ন সমতল এলাকা থেকে যাচাই-বাছাই করে ১৫০ জন উপকারভোগীর মাঝে দুটি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। আগামীতে আরো সুফলভোগীদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, পুষ্টি সরবরাহ এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সাহায্য করা সম্ভব হবে। তিনি আরো বলেন, সরকার যেভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের প্রণোদনা দিচ্ছে সেই প্রণোদনা যাতে কোন সুফলভোগী নিজেদের স্বার্থের জন্য বিক্রি করতে না পারে সেদিক থেকে সকল সুফলভোগীদের সতর্ক থাকতে হবে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝