শিরোনাম: |
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিশু পার্কের জায়গা দখলমুক্ত করতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ৩ টায় উপজেলার বুড়ির বাড়ি সংলগ্ন শিশু পার্কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রজনতার ব্যানারে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধির নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনকারীরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আওলাদ মাঝি দীর্ঘদিন ধরে শিশু পার্কের জমি দখল করে আছেন। প্রশাসন বার বার জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিলেও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে জায়গা দখলমুক্ত করছেন না । সর্বশেষ তিনি পার্কের জায়গা দখলে থাকতে হাইকোর্টে রিট করেন। তারা আরো বলেন, আওলাদ মাঝি যদি স্বেচ্ছায় পার্কের জমি দখলমুক্ত না করে তাহলে পার্কের জমি দখলমুক্ত করতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।
মানববন্ধন এর আগে ছাত্রজনতা উপজেলা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে পার্কে গিয়ে মিছিলটি শেষ হয়।
এফপি/অআ