| শিরোনাম: |

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের দুই দিন পর আনিছুর রহমান (৪৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি শীলপাড়া গ্রামের এক ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনিছুর রহমান তালুক ফলগাছা পাইটকাপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আনিছুর রহমান গত (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। তিনি সেদিন থেকেই নিখোঁজ ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে সাতগিরি শিলপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় পড়নের লুঙ্গির একটি অংশ পেঁচানো ছিল এবং সেই লুঙ্গির অংশ গাছেও ঝুলানো ছিল।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'
এফপি/অআ
লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা
নাটোরে পৌঁছেছে হত্যার শিকার মা-মেয়ের মরদেহ, শোকাচ্ছন্ন পুরো এলাকা
হবিগঞ্জে আধিপত্য বিস্তারে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
আমজনতার তারেক ও মশিউজ্জামানের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ
মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থী রতনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ