শিরোনাম: |
এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছর ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল ২০টি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম পরীক্ষার ফল ঘোষণা করেন।
তিনি জানান, এবার দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৮৮২ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪৯ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ছাত্র এবং ৩ হাজার ৪৮৬ জন ছাত্রী।
তিনি জানান, এই বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।
প্রফেসর তৌহিদুল ইসলাম বলেন, “এবার ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ইংরেজি বিষয়ে ফলাফল উন্নয়নে আমরা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে বৈঠক করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
তিনি আরো বলেন, “২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ৪৩টি, আর শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা ১১টি। এবারে মোট ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।”
দিনাজপুর শিক্ষা বের্ডে বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৫২৬ জন; পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।
মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ২৪১ জন; পাসের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ১১৫ জন, পাসের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীসহ বোর্ডের কর্মকর্তারা।
এফপি/অআ