Dhaka, Sunday | 14 December 2025
         
English Edition
   
Epaper | Sunday | 14 December 2025 | English
দুর্বল গণতন্ত্রে বন্দুক কথা বলে: এরশাদের উত্থান ও আজকের বাংলাদেশ
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
কেরানীগঞ্জের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি , উদ্ধার ৪৫
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
শিরোনাম:

শরীয়তপুরে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর মেধার উৎসব: ফাতেমা বৃত্তি পরীক্ষা

প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম  (ভিজিটর : ৯)

শরীয়তপুরে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবীদের উৎসাহ দিতে ফাতেমা মেডিকেল সেন্টার আয়োজন করেছে ‘ফাতেমা মেধা বৃত্তি-২০২৫’।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪টি কেন্দ্রে ‘ফাতেমা মেধা বৃত্তি-২০২৫’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ পরীক্ষায় জেলাজুড়ে বিভিন্ন উপজেলার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার ন্যায্যতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য পুরো জেলায় মোট চারটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

কেন্দ্রগুলো হলো- ৪৪ নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ ও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।  

ফাতেমা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, মেধা বিকাশ এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ বৃত্তি কার্যক্রম চালু করা হয়েছে। সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা খাতে ইতিবাচক ভূমিকা রাখতে এ আয়োজন করা হয়েছে।

পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনকারী ১০০ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি, বিশেষ উপহার ও ক্রেস্ট প্রদান করা হবে। এ ছাড়া ৮০ শতাংশের বেশি নম্বর প্রাপ্ত সকল শিক্ষার্থী পাবেন কৃতিত্বের সম্মাননা সনদ।

এ আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই (প্রবেশপত্র প্রদর্শন সাপেক্ষে) বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করে দেবে ফাতেমা মেডিকেল সেন্টার। 

ফাতেমা মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডা. মাহবুবুল হক  বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে এবং তাদের অনুপ্রাণিত করতে আমরা এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। ভবিষ্যতে এর পরিধি আরও বৃদ্ধি করা হবে।” 

ফাতেমা মেডিকেল সেন্টারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক অভিভাবক ও শিক্ষানুরাগী।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝