শিরোনাম: |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা সম্পন্ন করতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “যেসব ব্যালটে ভোটাররা ভোট দিবেন, সেগুলো আগেই মেশিনে প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় এক লাখ ৪০ হাজার পাতা আমরা পরীক্ষা করেছি—যাতে নিশ্চিত হওয়া যায় যে সব ব্যালটই মেশিনে পড়া সম্ভব।”
অধ্যাপক সাইদুর রহমান আরও বলেন, “আমাদের মেশিনে দেওয়া বিশেষ সিকিউরিটি কোডের বাইরে কোনো পাতা ঢুকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে রিজেক্ট হবে। ভোট শেষে ওএমআর ব্যালটগুলো স্ক্যান করা হবে, এবং এলোমেলোভাবে যাচাই করে দেখা হবে মেশিন ঠিকমতো কাজ করছে কি না।”
ফলাফল ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে তিনি বলেন, “যদি মোট ভোটের ৮০ শতাংশ কাস্ট হয়, তাহলে স্ক্যানিং প্রক্রিয়ায় প্রায় ৭ ঘণ্টা লাগবে। ভোট গ্রহণ শেষ হবে সাড়ে ৪টার দিকে, ব্যালট প্রস্তুত করতে সাড়ে ৬টা পর্যন্ত সময় লাগবে। এরপর থেকে স্ক্যানিং শুরু হলে পরের দিন সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।”
তিনি আরও জানান, পূর্বের দুই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাতে কোনো প্রযুক্তিগত সমস্যা না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে।
এফপি/অআ