Dhaka, Thursday | 27 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 27 November 2025 | English
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭
ভোট দিতে ৩৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ঢাকায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে
শিরোনাম:

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১০:২১ এএম আপডেট: ২৭.১১.২০২৫ ১০:৪০ এএম  (ভিজিটর : ৭)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মামলার আসামি মো. মোনায়েম হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে প্রশাসন।

মামলার এজাহারে বলা হয়, সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা ইলেকট্রনিকস ডিভাইস মেরামতের কাজে আমবটতলা এলাকার ‘মোনায়েম টেলিকম’ দোকানে যান। দোকানে ভিড় থাকার কারণে তারা নিজেরাই ডিভাইস খুলতে থাকেন। একপর্যায়ে একজন ছাত্রীর হাত সামান্য কেটে গেলে অভিযুক্ত দোকানি মোনায়েম তার হাত স্পর্শ করেন। এতে বিব্রত হয়ে ছাত্রী তার হাত সরিয়ে নেন। ছাত্রীরা এ আচরণের প্রতিবাদ জানালে তিনি ‘ওষুধ লাগানোর চেষ্টা’ করার অজুহাত দেন। কাজ শেষে দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় দোকানদার মোনায়েম ছাত্রীদের উদ্দেশে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন।

এ দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত আহত শিক্ষার্থীদের দেখতে যান উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার কমিটির সঙ্গে জরুরি বৈঠক রয়েছে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপপরিদর্শক (এসআই) দেবাশীষ হালদার বলেন, ইভটিজিংয়ে অভিযুক্ত মো. মোনায়েম হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করে বুধবার (২৬ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যবিপ্রবির এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে প্রায় ২৭ জন শিক্ষার্থী, তিন সাংবাদিক ছাড়াও কয়েকজন শিক্ষক-কর্মকর্তা আহত হন।

আইপিই বিভাগের রোহান, গণিত বিভাগের তানজিল আল ফাহিম, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহাদ সৈকতসহ আরও অনেকে গুরুতর আহত হন।

পরে রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবরুদ্ধ করে রাখেন। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে প্রশাসন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আহত সব শিক্ষার্থীর চিকিৎসা খরচ বহনের আশ্বাস দেওয়া হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝