Dhaka, Monday | 1 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 1 December 2025 | English
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: আহমেদ আযম খান
ঢাকায় তাপমাত্রা আরো কমবে
মহান বিজয়ের মাস শুরু
ভোট দিতে ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন
শিরোনাম:

ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কারণে ব্রাকসু নির্বাচন স্থগিত: নির্বাচন কমিশন

প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫– এর হঠাৎ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রেজিস্ট্রার দপ্তর কর্তৃক ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রদান ও অসহযোগিতার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানায় তারা। সোমবার (১ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিং করে কমিশন এই তথ্য জানান।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনী তফসিল কার্যকর করতে হলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দপ্তর হতে সঠিক, হালনাগাদ ও ত্রুটিমুক্ত হল ভিত্তিক ভোটার তালিকা পাওয়া অপরিহার্য। কোন শিক্ষার্থী কোন হলে রয়েছে, কার ভর্তি বাতিল, কিংবা কোন শিক্ষার্থীর ছাত্রত্ব শাস্তিমূলক কারণে বাতিল হয়েছে— এসব তথ্য একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনই সরবরাহ করবে। এসব তথ্যের ক্ষেত্রে কমিশনের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

কিন্তু নির্বাচন কমিশনের আবেদনের পর রেজিস্ট্রার অফিস যে তালিকা সরবরাহ করেছে, তাতে একাধিক গুরুতর ভুল, অসঙ্গতি ও অসম্পূর্ণতা পাওয়া গেছে। কমিশনের মতে, এমন ভুল তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ অব্যাহত রাখা নির্বাচনের ন্যায়সংগততা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে। এতে প্রার্থীরা বৈধতা– সংক্রান্ত জটিলতায় পড়বেন।

নির্বাচন কমিশনার ড. মোহসীনা আহসান বলেন, “কমিশন সন্দেহ প্রকাশ করছে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করে কমিশনকে বিব্রত করার কোনো হীন উদ্দেশ্য সংশ্লিষ্ট দপ্তরের কারো ছিল কি না, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা খতিয়ে দেখতে হবে।”

তিনি আরও বলেন, “এ অবস্থায় কমিশন ঘোষণা করেছে, হল ভিত্তিক ভোটার তালিকার সব অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে।”নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন,  “রেজিস্ট্রার অফিসকে জরুরি ভিত্তিতে ভুল, বাদ পড়া নাম, দ্বৈততা ও অসামঞ্জস্য সংশোধন করে যাচাইকৃত ভোটার তালিকা দ্রুত কমিশনের নিকট সরবরাহ করতে বলা হয়েছে, যাতে বিলম্ব ছাড়াই নির্বাচনী কার্যক্রম পুনরায় শুরু করা যায়।” আরও বলেন,“তারা স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং সঠিক তথ্য ছাড়া কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।” 

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে সাংবাদিকদের বলেন, “এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। রেজিস্ট্রার দপ্তর ভুল ভোটার তালিকা দিতে পারে না। আমি তাঁদের আজকেই কারণ দর্শানোর নোটিশ দিব। পাশাপাশি নির্বাচন কমিশন অসংগতিগুলো আলোচনা করে সমাধান করতে পারত। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, কার্যক্রম চালিয়ে যেতে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝