Dhaka, Tuesday | 2 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 2 December 2025 | English
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ
মধ্যরাতে এভারকেয়ারে বাড়তি নিরাপত্তা
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ঢাকার আবহাওয়া দুপুর যেমন থাকবে
শিরোনাম:

কুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১:৩০ পিএম  (ভিজিটর : ২৭)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যিাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় মোট ১২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে।

আগামী ৩ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ১৪ ডিসেম্বর টাকা জমা দেয়ার শেষ সময় (১ম ধাপ, আবেদনপত্র যাচাই ও বাছাই এর জন্য)। 

ভর্তি পরীক্ষায়  অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ  ২০ ডিসেম্বর এবং টাকা জমা দেয়ার শেষ সময় (২য় ধাপ, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য) ৩০ ডিসেম্বর। 

প্রবেশপত্র ডাউনলোড শুরু ২০২৬ সালের ৫ জানুয়ারি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ , বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা ১ ফেব্রুয়ারি। ৩ ঘন্টা ব্যাপী মোট ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বি.আর্ক প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের সমন্বিত ভর্তি পরীক্ষার সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ডীন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

একাডেমিক কাউন্সিলের অনুষ্ঠিত ১১৩তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১,০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী  admission.kuet.ac.bd তে পাওয়া যাবে। অনলাইন ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো সমস্যায় ০১৭৯৯২৭৩৬৫৫/০১৭১৪০৮৭২৮৪/০১৭১৪০৮৭৩৩৯ নম্বরে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে  admission@kuet.ac.bd -তে ই-মেইল করা যাবে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝