দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার দেখে একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা- আখাউড়া সংসদীয় আসনের প্রার্থী আতাউর রহমান সরকার।
আজ (৭ ডিসেম্বর) ববিবার বিকাল ৪ টা ৩০ মিনিটে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রামপুর হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আতাউর রহমান সরকার বলেন, “জামায়াতে ইসলামী নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত—ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার দেখে একটা পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখছে। কিন্তু এ দেশের জনগণ সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।”
ওয়ার্ড সভাপতি মাওলানা ইয়াসিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা শিবির সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা, ইউনিয়ন জামায়াত আমীর ডা. গোলাম মোস্তফা, সেক্রেটারি খলিলুর রহমান, সফিকুল ইসলাম মাস্টার ও রেজাউল করিম প্রমুখ।
সমাবেশ শেষে আত্মবিশ্বাসী বক্তব্যে আতাউর রহমান সরকার জানান, জনগণই হবে আগামী নির্বাচনের আসল রক্ষক, আর দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এফপি/জেএস