কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের (বৃহস্পতিবার) ‘ঢাকা লকডাউন’ ঘিরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি বাড়িয়েছে। সারাদেশে ৮৯ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এ ছাড়া রাতে রাজধানীর ফার্মগেটে ঝটিকা মিছিল করার সময় অন্তত ২০ জনকে আটক করেছে সেনাবাহিনী।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।
রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, তেজগাঁও রেলস্টেশনের ৪ নম্বর লাইনে পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়।
এতে দুটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। বিস্ফোরণের পর সে অনুষ্ঠান বন্ধ রাখা হয়।
এফপি/অ