আগামী শুক্রবার (১৪ নভেম্বর) সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিশ্ব ডায়াবেটিক দিবস ২০২৫” উদযাপন ও সমিতির নিয়মিত কমিটি সভা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হাসপাতালের নিজস্ব মিলনায়তনে। সকাল ৯টা ৩০ মিনিটে আনন্দ র্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হবে। র্যালি শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। পরে সকাল ১১টায় সমিতির কমিটি সভা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব ডায়াবেটিক দিবস উদযাপনের পাশাপাশি হাসপাতালের ২২ বছর পূর্তি অনুষ্ঠানও বাস্তবায়ন করা হবে। এই দিনটি উপলক্ষে একটি আনন্দ র্যালিও আয়োজন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সম্প্রতি হাসপাতাল সম্পর্কে কিছু অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দীর্ঘ ২২ বছর ধরে এই প্রতিষ্ঠান এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও সেবা কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবুল কালাম সামশুল হক (তোহফা), সভাপতি, সাতকানিয়া ডায়াবেটিক সমিতি।
সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ ফরহাদ সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এফপি/অ