Dhaka, Thursday | 13 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 13 November 2025 | English
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, শৈত্যপ্রবাহের আভাস
ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশি
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
শিরোনাম:

ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩১ পিএম  (ভিজিটর : ১)

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ১৪ বছর বয়সী কিশোরকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে আটক করা হয় এবং পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান নিশ্চিত করেছেন, আটক কিশোরটির বাড়ি ময়মনসিংহের ভালুকা তার পরনে প্যান্ট-কোট-টাই এবং হাতে একটি ব্যাগ ছিল।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার জানিয়েছেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক ছিল। সে তার পরিচয় বিভিন্নভাবে দিয়েছে—একবার বলেছে ছাত্রদল করে, আবার বলেছে ছাত্রশিবিরের সদস্য। তার সঙ্গে থাকা ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত থেকে মনে হচ্ছে, সে নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে।

সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবীসিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে, বিশেষ করে আজ বৃহস্পতিবার অনলাইনে ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালীন। তারা বলছে, কোনো ব্যক্তি নাশকতা ঘটানোর সম্ভাবনা দেখলেই তাকে আটক করা হবে। গত মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ধানমন্ডি ও রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা থেকে পুলিশ, র‌্যাব ও অন্যান্য ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে, যাতে যে কোনো সম্ভাব্য অশান্তি প্রতিরোধ করা যায়।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝